জিপিএইচ ইস্পাত সিজেকেএস-সিডিএফএ প্রিমিয়ার ফুটবল লিগে চ্যাম্পিয়ন দল আগেই ঠিক হয়ে গিয়েছিল। গতকাল বুধবার প্লে অফ ম্যাচের মাধ্যমে নির্ধারণ হলো রানার্স আপ দল। এতে ব্রাদার্স ইউনিয়ন ৪-০ গোলে শতদলকে উড়িয়ে দিয়ে এবারের প্রিমিয়ার লিগে রানার্স আপের গৌরব অর্জন করেছে। যদিও তারা ছিল গতবারের চ্যাম্পিয়ন দল।
গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্লে অফ ম্যাচের শুরু থেকেই ব্রাদার্স ইউনিয়ন আক্রমণের পসরা মেলে ধরে। তা থেকে শুরুতেই এগিয়ে যায় তারা। খেলার ৪ মিনিটে ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েন নয়ন। তার মাইনাস থেকে সাব্বির চমৎকার পুশ করে বল জালে জড়িয়ে দেন (১-০)। এতেই থেমে থাকেনি ব্রাদার্স।
ক্রমশ আক্রমণ চালিয়ে যেতে থাকে তারা। ১৩ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করে ফেলে ব্রাদার্স ইউনিয়ন। এবার থ্রু পাস পেয়ে বাম প্রান্ত থেকে আশরাফ একক প্রচেষ্টায় আগুয়ান গোলকিপারকে কাটিয়ে বল জালে পাঠান ২-০। কিছু পরে আশরাফ আবারো সুযোগ পেয়েছিলেন। বল টোকা দিতে ব্যর্থ হলে আর গোল পাওয়া হয়নি তার। খেলার ৩৪ মিনিটে দুর্দান্ত এক গোলে ব্রাদার্স আরো এগিয়ে যায়। আক্রমণে উঠা ব্রাদার্সের রানা শতদলের বড় বক্সের বাইরে বল পান। সেখান থেকেই দুর্দান্ত এক কোনাকুনি শটে বল শতদলের জালে জড়িয়ে দেন তিনি। এরপর ৪০ মিনিটে আশরাফ মাইনাস না করে নিজেই বল বাইরে মেরে সুযোগ নষ্ট করেন।
তিন গোলে এগিয়ে থাকা দ্বিতীয়ার্ধেও আক্রমণ ধারা বজায় রাখে। এ অর্ধে শতদলও বেশ কয়েকটি আক্রমন পরিচালনা করে।
তবে তা থেকে বোন গোল আদায় করতে পারেনি তারা। গতকালের প্লে অফ ম্যাচে আগের শতদলকে খুঁজে পাওয়া যায়নি। ৮২ মিনিটে শফিক আরো একটি গোল করলে ব্রাদার্স ইউনিয়ন ৪-০ গোলে এগিয়ে যায়। দু’মিনিট বাদে শতদলের দিদার চমৎকার একটি সুযোগ পায়। কিন্তু তার দারুন শটটি ক্রসবারে লাগে। বাকি সময় আর তেমন সুযোগ পায়নি কোন দল। এবার লিগের খেলায় সর্বোচ্চ ১৯ পয়েন্ট পেয়ে মাদারবাড়ী উদয়ন সংঘ চ্যাম্পিয়ন হয়। কিন্তু শতদল এবং ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট সমান ১৮ হওয়াতে রানার্স আপ নির্ধারণের জন্য দু’দলকে প্লে অফ ম্যাচে অবতীর্ন হতে হয়।
গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় রানা। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। চট্টগ্রাম ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলালের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি দিদারুল আলম চৌধুরী, এ.কে.এম. এহেছাানুল হায়দার চৌধুরী (বাবুল), মো. হাফিজুর রহমান, সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু, মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী স্বপন, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবু্দ্দীন মো. জাহাঙ্গীর, সিডিএফএ কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহজাহান, সিজেকেএস নির্বাহী সদস্য আলহাজ্ব আবুল হাসেম, মো: দিদারুল আলম, নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, সিডিএফএ নির্বাহী সদস্য কাজী জসিম উদ্দিন, আব্দুল হান্নান মিরন, যুগ্ম সম্পাদক ইয়াছির আরাফাত, সিজেকেএস কাউন্সিলর মাহমুদুর রহমান মাহবুব, আকতারুজ্জামান, মকসুদুর রহমান বুলবুল, রায়হান উদ্দিন রুবেল, আলী হাসান রাজু, আবু জাহেদ, আব্দুর রশিদ লোকমান, এম.এ মুছা বাবলু, সিডিএফএ কাউন্সিলর সালাহ উদ্দিন জাহেদ প্রমুখ।