শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় মুশফিক

| বৃহস্পতিবার , ২০ নভেম্বর, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামা মুশফিক এই বিশেষ ম্যাচে শতক করে নিজের এবং দেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ দ্বিতীয় দিনে ৪ উইকেট হারিয়ে ৩০৫ রান। মুশফিকুর রহিম ১৩তম টেস্ট শতক পূর্ণ করেছেন। অন্যদিকে লিটন দাস অপরাজিত ৫২ রানে ক্রিজে রয়েছেন।

মুশফিকের এই সেঞ্চুরি বিশেষত্ব পায় তার শততম টেস্টে আসার কারণে। টেস্ট ক্রিকেটের বিশ্বে মাত্র ১১ জন ক্রিকেটার শততম টেস্টে শতক হাঁকানোর গৌরব অর্জন করেছেন, যার একজন হলেন মুশফিক। এর আগে এই কীর্তি করেছিলেন অজি তারকা ডেভিড ওয়ার্নার, যিনি ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টে ২০০ রান করেন।

এছাড়া টেস্টের দুই ইনিংসেই শতক হাঁকানো একমাত্র ক্রিকেটার রিকি পন্টিং, যিনি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১২০ এবং দ্বিতীয় ইনিংসে ১৪৩* রান করেছিলেন।

মুশফিকের এই অনবদ্য পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত এবং আশাবাদ তৈরি করেছে আগামী দিনের জন্য।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সিএনজি-ট্রাকের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মৃত্যু