চন্দনাইশে শঙ্খ নদী থেকে বালু উত্তোলনের দায়ে ২ জনকে কারাদণ্ড ও নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় ১ জেলেকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকালে শঙ্খ নদীর বৈলতলী ঘাট থেকে দোহাজারী শঙ্খ ব্রিজ পর্যন্ত নদীপথে এ অভিযান পরিচালিত হয়। জানা যায়, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (২য় পর্যায়) আওতায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে লালু জলদাস নামে এক জেলেকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দ করা বিপুল পরিমাণ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করে ফেলা হয়। একইদিন শঙ্খনদীর বৈলতলী অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ জনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বৈলতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবদুল শুক্কুরের ছেলে আব্দুল হান্নান (৩০) এবং কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকার খবির রহমানের ছেলে মতিউর রহমান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহসান।