শঙ্খ থেকে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

চন্দনাইশে মোবাইল কোর্ট

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ২৬ জুলাই, ২০২২ at ৪:৫৮ পূর্বাহ্ণ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে চন্দনাইশে মোবাইল কোর্ট পরিচালিত হয়। গতকাল সোমবার উপজেলা মৎস্য অদিপ্তরের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে ২০ হাজার মিটার অবৈধ জাল নিষিদ্ধ জব্দ করা হয় এবং ২ জনকে জেলেকে ৮শ টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান আহসানুল কবির জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বৈলতলী ইউনিয়নের শঙ্খনদীর খোদার হাট ব্রীজ হতে চরতি ঘাট পর্যন্ত ৮ কি.মি. নদীপথে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নদীতে অবৈধ ও নিষিদ্ধ জাল ফেলে মাছ শিকারের সময় ৪ জন জেলের কাছ থেকে ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
একই সময় অবৈধ জাল পাওয়ায় বৈলতলী এলাকার সুজিত জলদাশ ও সাতকানিয়ার আমিলাইশের সুমন জলদাশের কাছ থেকে ৮শ টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এসআই উপন বড়ুয়া, সোলতান আহমদ, রিজন কান্তি বড়ুয়া, ক্যচিংনু মারমা, মো. মাসুদুল আলম, নিশান চৌধুরী, টোকন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ১৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধরাসুলের (দ.) আদর্শ অনুসরণেই বিশ্ব মানবতার মুক্তির গ্যারান্টি