চন্দনাইশের দোহাজারী পৌরসভার রায়জোয়ারা সেজ প্রকল্প এলাকায় শঙ্খনদে ভেসে আসা অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে স্থানীয়রা লাশ ভেসে আসার বিষয়টি ৯৯৯–এ ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে বিকেলে সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) সোহানুর রহমান সোহান ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শঙ্খনদের উজান থেকে দুপুর ১২টার দিকে একটি লাশ ভেসে এসে দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ড রায়জোয়ারাস্থ লালুটিয়া সেচ প্রকল্প সংলগ্ন এলাকায় আটকে যায়। ফোন দিলে চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, লাশটি পুরোপুরি বিকৃত ও পঁচে যাওয়ায় লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে লাশটি উপজাতি হতে পারে। লাশের পরনে ছিল একটি কালো হাফপ্যান্ট। বয়স হবে আনুমানিক ২২ থেকে ২৩ বছর।