শঙ্খের ভাঙনে মসজিদ, রক্ষার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৫৩ পূর্বাহ্ণ

চন্দনাইশের বৈলতলী ইউনিয়নে শঙ্খ নদী ভাঙনের কবলে পড়া শত বছরের ঐতিহ্যবাহী মোহাম্মদ শাহ জামে মসজিদ রক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে কোটি টাকা ব্যয়ে নির্মিত ভাঙনের কবলে পড়া মসজিদ ও শঙ্খ নদীর ভাঙন এলাকা পরিদর্শনে এসে এ কথা জানান পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা। এ সময় তিনি মসজিদের পাশে নদীর তীরে মাটি ধ্বংসে যাওয়া, ফাটল ও দেবে যাওয়ার দৃশ্য ঘুরে দেখেন। পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী অপু দেব, উপ-সহকারী প্রকৌশলী বিমান বাবু, কার্য-সহকারী মোদ্দাসের হোসেন, বৈলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম সায়েম, ইউপি সদস্য আবদুল হাই, মসজিদ রক্ষা কমিটির সদস্য নুরুল আলম, কেএম ইমরান বক্করসহ এলাকার মুসল্লিরা।
জানা যায়, শত বছরের পুরনো ডেবারকুল মোহাম্মদ শাহ জামে মসজিদটি বিগত ২ বছর পূর্বে এলাকাবাসীরা কোটি টাকা ব্যয়ে নতুনভাবে নির্মাণ করেন। কিন্তু শঙ্খ নদীর ভাঙনের হুমকিতে রয়েছে মসজিদটি। ইতিমধ্যে স্থানীয়রা ২ শতাধিক জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করেন। এ বিষয়ে স্থানীরা সম্প্রতি মানববন্ধন করেন। বিষয়টি বিভিন্ন সংবাদপত্রে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে কর্তৃপক্ষের নজরে আসে। পরিদর্শনের সময় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা আগামী ১৫ দিনের মধ্যে নদী ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এলাকার মুসল্লিদের।

পূর্ববর্তী নিবন্ধবসতবাড়িতে ফলের উৎপাদন বৃদ্ধি কর্মসূচির উদ্বোধন
পরবর্তী নিবন্ধআ জ ম নাছিরের মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল