চন্দনাইশ প্রতিনিধি
শঙ্খনদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার চন্দনাইশ উপজেলার বৈলতলী খোদার হাট ব্রীজ অংশ থেকে দোহাজারী ব্রীজ পর্যন্ত শঙ্খনদে এ অভিযান পরিচালিত হয়। শঙ্খনদে কারেন্টসহ বিভিন্ন নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে গত মঙ্গলবার ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে মাছ ধরার কাজে ব্যবহৃত ৩টি কারেন্ট জাল, ৫টি ভাসন জাল, ২টি ঘেরা জাল, ১টি ডুবো জালসহ ১১টি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালসমূহ আগুনে ফুরিয়ে বিনষ্ট কর হয়। অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান আহসানুর কবির। এসময় থানা পুলিশের একটি দল, উপজেলা মৎস্য দপ্তর এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা–কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, নিষিদ্ধ কারেন্টসহ বিভিন্ন অবৈধ জাল ব্যবহার করে শঙ্খনদে মাছ ধরার সংবাদ পেয়ে সংশ্লিষ্ট আইনে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।