শঙ্খনদের চরে আটকে গেল জীবিত ডলফিন

উদ্ধারের পর গভীর জলে অবমুক্ত

চন্দনাইশ প্রতিনিধি | শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

শঙ্খনদের উজানে এসে আটকে গেল একটি জীবিত ডলফিন। গতকাল বৃহস্পতিবার সকালে ডলফিনটি শঙ্খনদের চন্দনাইশসাতকানিয়া উপজেলা সীমান্তের দোহাজারী পয়েন্টে এসে আটকে যায়। পরে স্থানীয় যুবকরা উদ্ধার করে ডলফিনটিকে গভীর জলে অবমুক্ত করে।

সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ গ্রামের মো. নুরুল হাসনাইন জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ডলফিনটি উজানের দিকে চলে আসে। তখন নদে জোয়ার ছিল। দুপুর ১২টার দিকে জোয়ারের পানি নেমে গেলে ডলফিনটি শঙ্খ চরে আটকে যায়। দৃশ্যটি স্থানীয়রা দেখে ডলফিনটি দেখতে ভিড় করে। এসময় স্থানীয় যুবকরা ডলফিনটি উদ্ধার করে প্রায় ১ কিলোমিটার ভাটির দিকে এনে গভীর জলে অবমুক্ত করে। এর আগে স্থানীয় শিশুকিশোররা নদে ডলফিনটি দেখে খেলায় মেতে উঠে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ি ছাত্র-জনতার মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ
পরবর্তী নিবন্ধওবায়দুল কাদেরের পালিত পুত্র পরিচয় দেওয়া হিরু কারাগারে