রাউজানের বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট স্লুইচ গেইটের মুখে খালে হাত জাল দিয়ে মাছ ধরতে গিয়ে হাফেজ মো. শফি উল্লাহ (৩৫) নামের এক যুবক ডুবে মারা গেছেন। শফি উল্লাহ নতোয়ানবাগিছার গ্রামের মাঝিপাড়ার কলিম উল্লাহর পুত্র। তিনি বাগোয়ানের সোনামিয়া সওদাগর বাড়ির শ্বশুরবাড়িতে বেড়াতে এসে শখ করে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে মর্মান্তিকভাবে মারা যান। হাফেজ শফি রাফিয়া আকতার নামের এক কন্যা সন্তানের জনক।
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার বিকেল চারটার দিকে কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত লাম্বুরহাট খালের মুখে ৭–৮ জন ব্যক্তি হাত জালে মাছ শিকার করছিলেন। তাদের সঙ্গে জাল নিয়ে মাছ ধরতে যান হাফেজ শফি উল্লাহ। তিনি জালটি খালের দিকে ছুড়ে মারার পর অসাবধানবশত জাল টানার রশিটিও হাত ফসকে উড়ে যায়। এই অবস্থায় জালটি ধরতে তিনি খালে ঝাঁপ দেন। পরে রশি ধরে হাতে বেঁধে উপরে উঠার চেষ্টা কালে পানির তীব্র স্রোতের টানে তিনি তলিয়ে যান। উপস্থিত লোকজন ও খালে থাকা জেলেরা ঝাঁপ দিয়ে প্রায় ২০ মিনিট চেষ্টার পর আশক্সক্ষাজনক অবস্থায় তাকে উদ্ধার করেন। তার শ্যালক মোহাম্মদ হেলালসহ শ্বশুরবাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা পরীক্ষা–নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। যদিও এর আগেই স্থানীয়রা ঐ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শুনেছি তার মৃত্যু হয়েছে।