শখের ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্ত : ‘ক্ষোভ যন্ত্রণায়’ কৃষকের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নস্থ পাঠানপাড়ার মৌলানা নেয়ামত আলী খানের পুত্র আলতাফুর রহমান খান( ৫৮) পেশায় একজন কৃষক। অনেকটাই শখের বসে ক্ষেত-খামার করেন তিনি। এবারও পতিত জমি, পুকুর পাড় ও জমির আইলে চাষ করেছেন নানা জাতের ফল-মূল ও শাক-সব্জি। কঠোর পরিশ্রম ও পরিচর্যায় তিলে তিলে গড়ে তুলেছেন নিজের বাগানটি। ফলনও হয়েছে ভাল। গত ৩ ডিসেম্বর ভোরে ঘুম থেকে উঠে দেখতে পান কে বা কারা তার শখের বাগানটি কেটে একেবারে সাবার করে দিয়েছে। এঅবস্থা দেখে কিছুক্ষণের জন্য একেবারেই নির্বাক হয়ে পড়েন তিনি। যন্ত্রণায় বুক চেপে ধরে ছুটে গেলেন চেয়ারম্যান বাড়ি থেকে আরম্ভ করে প্রশাসন ও থানা পুলিশের দুয়ারে পর্যন্ত। শেষ পর্যন্ত গতকাল বৃহস্পতিবার ভোররাতে স্ট্রোক করে বসলেন তিনি। স্বজনরা চমেক হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে মারা যান তিনি। বিষয়টা নিশ্চিত করেছেন নিহতের ভাগিনা রনি ও এলাকার ইউপি সদস্য মো. সাদ্দাম হোসেন। এবিষয়ে বোয়ালখালী উপজেলা কৃষি অফিসার মো. আতিক, চরণদ্বীপের চেয়ারম্যান মো. শামসুল আলম ও থানার এসআই দেলোয়ার বলেন-আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ওই কৃষকের ক্ষেত নষ্টের সত্যতা পেয়েছি। তবে কেমন করে এ কৃষক মারা গেলেন তা জানতে পারিনি।

পূর্ববর্তী নিবন্ধমাস্ক ছাড়া বিয়ে-মেজবানে যাওয়া যাবে না
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম আসছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার