শখের কবুতরের জন্য ঘর বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

চন্দনাইশ প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৬:৪৩ অপরাহ্ণ

চন্দনাইশে শখের কবুতরের জন্য ঘর বানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৬ বছরের এক কিশোর মারা গেছে। তার নাম মোহাম্মদ রাকিব।
আজ মঙ্গলবার (৮ জুন) দুপুর ১২টার দিকে চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ডের হারলা নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সে ওই এলাকার আবদুর রহমানের পুত্র।
স্থানীয়ভাবে জানা যায়, রাকিব উপজেলার বরকল ইউনিয়নের একটি ওয়ার্কশপে কাজ করতো। পাশাপাশি কবুতর পালনও ছিল তার শখ।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সে কবুতরের জন্য ঘর বানাচ্ছিল। এদিকে তাদের ঘরের টিনের বেড়ার সাথে বৈদ্যুতিক লাইন লেগে টিন বিদ্যুতায়িত হয়ে পড়ে। ফলে কাজ করার সময় সে অসতর্কতাবশত ঘরের টিনের সাথে লেগে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে বিষয়টি বুঝতে পেরে তার আত্মীয়স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হারলা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মাসুদুর রহমান বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন।
চন্দনাইশ থানার এসআই আবুল খায়ের বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সাথে আলাপ করে জানতে পারি অসতর্কতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব মারা যায়। এ মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমহামারীর মধ্যেও সুষ্ঠু শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী সহ আহত ৩