রাউজান উপজেলার আবুরখীল অমিতাভ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান শক্তি বিকাশ বড়ুয়া বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার দিবাগত রাত ১২টায় নগরীর একটি হাসপাতালে ৮৫ বছর বয়সে পরলোকগমন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল শনিবার বিকালে কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহারে এবং সন্ধ্যায় নন্দনকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে তাঁর স্মৃতিচারণ ও অনিত্য সভা অনুষ্ঠিত হয়। আজ নিজ গ্রাম আবুরখীলে তাঁর শেষকৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।