বোয়াখালীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাদে শক্তিশালী টেলিস্কোপ বসিয়ে গত ১৪ নভেম্বর মহাকাশ পর্যবেক্ষণের আয়োজন করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর উদ্যোগে চট্টগ্রামে প্রথমবারের মতো শিক্ষার্থী ও তরুণ বিজ্ঞানীদের মহাকাশ বিজ্ঞানের দ্বার উম্মোচন করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
সূর্যাস্তের পর অন্ধকার ঘনিয়ে এলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে স্কুল শিক্ষার্থী, তরুণ বিজ্ঞানী এবং স্থানীয় জনগণ মহাকাশে অবস্থানরত বৃহস্পতি গ্রহ ও বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহ, শনিগ্রহ, মঙ্গলগ্রহ এবং গুচ্ছ তারা সরাসরি পর্যবেক্ষণ করেন। শত শত কোটি মাইল দূরের নক্ষত্র, গ্রহ ও উপগ্রহ দেখে দর্শনার্থীরা আনন্দ-আবেগে উদ্বেলিত হয়ে পড়েন।
এর আগে উপজেলা সদর দপ্তরে গোমদন্ডী পাইলট হাইস্কুলে বিজ্ঞান জাদুঘরের অর্থায়নে উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন করেন মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। এ উপলক্ষে প্রতিষ্ঠানের মিলনায়তনে বিজ্ঞান বিষয়ক বক্তৃতা ও বিজ্ঞান সভার আয়োজন করা হয়। সভায় বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক বলেন, প্রত্যেকটি উন্নয়নের ভিত্তি হতে হবে বৈজ্ঞানিক। কর্ণফুলী নদীতে যে ড্রেজিং চলছে তা বিজ্ঞানসম্মত হতে হবে। না হলে নদী ধ্বংস হয়ে যাবে। নদী শাসনে বৈজ্ঞানিক প্রযুক্তি না থাকলে নদী তার গতি হারিয়ে ফেলবে। বোয়ালখালী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাবৃন্দ ও ১১ জন শিক্ষার্থী বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে প্রতিযোগীদের উপহার সামগ্রী প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।