শংকিত হওয়ার কিছু নেই : সওজ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

বহদ্দারহাট ফ্লাইওভারের র‌্যাম্পের পিলারে ফাটলের ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, এটি নিয়ে শংকিত হওয়ার কিছু নেই। যদি কিছু ঘটেও থাকে এটি ভেঙে ফেলতে হবে না। আধুনিক প্রকৌশল বিদ্যা অনেক অগ্রসর হয়েছে। যেকোনো ধরনের ফাটল বা ছোটখাট নির্মাণ ত্রুটি সারিয়ে র‌্যাম্পটি ব্যবহার করা যাবে। এতে যান চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না।
ফ্লাইওভারের র‌্যাম্পের পিলারে ফাটলের ব্যাপারে জানতে চাইলে তিনি আজাদীকে বলেন, সরেজমিনে না দেখে কোনো মন্তব্য করা যাবে না। নিশ্চয় প্রকৌশলীরা বিষয়টি সরেজমিনে দেখবেন এবং মতামত দেবেন। তবে দুয়েকটি বিষয়ে আগে থেকে সতর্ক হওয়ার প্রয়োজন ছিল।
তিনি বলেন, র‌্যাম্পটি যেখানে মূল ফ্লাইওভারে যুক্ত হয়েছে প্রায় সেখানেই একটি স্পিড ব্রেকার দেওয়া হয়েছে। এই ধরনের স্পিড ব্রেকার মূল কাঠামোর জন্য ক্ষতি করে। ভারী গাড়িগুলো স্পিড ব্রেকার পার হওয়ার সময় বেশ প্রেসার তৈরি করে, যা কাঠামোর ক্ষতি করে। এই স্পিড ব্রেকার আরো দূরে দিতে হবে।
তিনি আরো বলেন, জ্যাকেটিং বা অন্য কোনো প্রযুক্তিতে র‌্যাম্পের ওই পিলারটিকে আরো মোটা করলে ভালো হবে। সেখানে ক্যান্টিলিভার প্রায় দশ ফুটের মতো উল্লেখ করে তিনি বলেন, এতে ভার্টিকেল প্রেসার ঠিকভাবে ম্যানেজ হচ্ছে কিনা তাও দেখা দরকার। তবে যাই হোক না কেন, ফ্লাইওভারটি নিয়ে আতংকের কিছু নেই। যদি কিছু হয়েও থাকে, তা সহজে ঠিক করার সুযোগ রয়েছে। বিশেষজ্ঞ প্রকৌশলীদের পরামর্শ নিয়ে সংশ্লিষ্ট সংস্থা নিশ্চয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

পূর্ববর্তী নিবন্ধফাটল নয়, ওটা চার্টারে ব্যবহৃত ফোম সরে যাওয়ার দাগ : সিডিএ
পরবর্তী নিবন্ধআগ্রাসী মনোভাবই সুযোগ