শংকা কাটিয়ে দারুণ প্রস্তুতি তামিমের

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৫ জুলাই, ২০২১ at ১২:০১ অপরাহ্ণ

দেশে প্রিমিয়ার লিগ খেলার সময় হাঁটুতে আঘাত পেয়েছিলেন তামিম ইকবাল। ফলে প্রিমিয়ার লিগের সুপার লিগে খেলেননি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। টেস্ট দলের সাথে জিম্বাবুয়ে গিয়েছিলেন তামিম। সেখানে অনুশীলনও করেন। কিন্তু ব্যথা না কমায় শেষ পর্যন্ত টেস্ট ম্যাচে খেলা হয়নি। শংকা ছিল ওয়ানডে সিরিজে খেলা নিয়েও। যদিও তামিমকে ওয়ানডে সিরিজে পাওয়ার ব্যাপারে আশাবাদি ছিল টিম ম্যানেজমেন্ট। যদি ব্যাথা পুরোপুরি না সারে তাহলে হাঁটুতে টেপ পেঁচিয়ে হলেও ওয়ানডে সিরিজে খেলতে চান বলে জানিয়েছিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। তবে গতকাল প্রস্তুতি ম্যাচে দারুন ব্যাটিং করেছেন তামিম। সবচাইতে খুশির খবর হচ্ছে লম্বা সময় ব্যাটিং করতে সমস্যা হচ্ছে না তার। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে পঞ্চাশ ওভারের প্রস্তুতি ম্যাচে খেললেন দারুণ এক ইনিংস। বলা যায় শংকাকে উড়িয়ে দিয়ে প্রস্তুতিটা বেশ ভালই সারলেন তামিম।
গতকাল জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে শুরু থেকেই ব্যাট করতে নামেন তামিম। উইকেটে ছিলেন ২১ ওভার পর্যন্ত। আর এই সময়ে দারুণ এক ইনিংস খেলেছেন তামিম। ৬২ বলে করেছেন ৬৬ রান। যেখানে ১১টি চারের পাশাপাশি একটি বিশাল ছক্কার মার ছিল। দারুন ছন্দে ব্যাট করেছেন তামিম। শুরুতেই মোহাম্মদ নাঈমের সাথে ৮৭ রানের জুটি। যেখানে নাঈমের অবদান ২৫। এরপর সাকিবের সাথে ২৩ রানের জুটি। শেষ পর্যন্ত আউট হন মাদাবিরির বলে সিকান্দর রাজার হাতে ক্যাচ দিয়ে। গতকাল তামিমের ব্যাটিং আশা জাগাচ্ছে টাইগার শিবিরে। ধারনা করা হচ্ছে কাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে পাওয়া যাবে তামিমকে। টেস্ট সিরিজে ছিলেন না তামিম। তবে তার অভাব তেমনটা অনুভুত হতে দেয়নি অন্যরা। যেখানে মাহমুদউল্লাহ, সাদমান এবং শান্তরা সেঞ্চুরি করেছিলেন। হাফ সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক মোমিনুল এবং লিটন দাশ। তবে ওয়ানডে সিরিজে অধিনায়ককে মিস করতে চায় না টাইগার শিবির। গতকাল যেভানে লম্বা সময় ব্যাট করেছেন তামিম তাতে তেমন ভ্যাথা অনুভব করেননি তিনি। ফলে কাল থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে তামিম টস করতে নামবেন সে প্রত্যাশা করাই যায়। গতরাত এবং আজ রাত, আরো দুদিন বিশ্রাম পাচ্ছেন তামিম। তাই এরই মধ্যে আরো ফ্রেশ হয়ে উঠবেন তামিম তেমনটি আশা করছে টিম ম্যানেজমেন্ট। যদিও এই প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ের নির্বাচিত একাদশ। সে দলেও অবশ্য জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে। সবকিছুকে ছাপিয়ে তামিমের ইনজুরি মুক্ত হয়ে ফেরাটাই যেন বাংলাদেশ দলের জন্য সবচাইতে বড় স্বস্তির খবর। গতকাল তামিম ছাড়াও ভাল ব্যাটিং করেছেন নাঈম, সাকিব, মিঠুন, মোসাদ্দেক। বল হাতে ভাল করেছেন সাইফউদ্দিন, মোসাদ্দেক এবং এবাদত হোসেন।

পূর্ববর্তী নিবন্ধবেতন কমিয়ে বার্সায় মেসি?
পরবর্তী নিবন্ধত্রিশ রুপিতেই কোটিপতি!