শংকর মঠ ও মিশনের শতবর্ষপূর্তিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের শতবর্ষপূর্তি উপলক্ষে ৮ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ধর্মীয় আবহে জাতীয় ও বৈদিক পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির কপোত অবমুক্তকরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন শঙ্করমঠ ও মিশনের অধ্যক্ষ ও শতবর্ষপূর্তি উৎসব উদযাপন পরিষদের সভাপতি স্বামী তপনানন্দ গিরি মহারাজ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন ঢাকাস্থ রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ ও অখণ্ড প্রদীপ প্রজ্জ্বলন করবেন আমেরিকার কলরেডো নিবাসী পরমানন্দ সরস্বতী। পরে শতবর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঠের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি মহারাজের সভাপতিত্বে ও উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর কেশব কুমার চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শক্তিনাথানন্দজী মহারাজ।
প্রধান ধর্মীয় আলোচক ছিলেন অর্থনীতিবিদ প্রফেসর ড. জ্যোতি প্রকাশ দত্ত। মুখ্য আলোচক ছিলেন সমাজসেবক লায়ন অদুল চৌধুরী। বক্তব্য দেন, মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার শীল, অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, অজিত কুমার শীল, রনজিত কুমার শীল, সনজিত কুমার শীল, প্রসনজিত শীল প্রমূখ। অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে গুরু পূজা, অখণ্ড গীতাপাঠের ভাবগাম্ভীর্যপূর্ণ মনোহারিত্ব অনুষ্ঠান, গীতাযজ্ঞ, মঙ্গলারতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, চণ্ডী ও বেদপাঠ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধহিলভিউতে সাজাপ্রাপ্ত দম্পত্তি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে উন্নত চিকিৎসায় বিদেশ পাঠানোর ব্যবস্থা করুন