লড়াইয়ে জিতল গরু, খুশিতে আত্মহারা মালিকের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

কুতুবদিয়ায় বলী খেলায় গরুর লড়াইয়ে জেতার পর খুশিতে আত্মহারা এক গরুর মালিকের হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম আবু তাহের মিস্ত্রি (৫০)

গতকাল সোমবার দুপুর একটার দিকে বড়ঘোপ অমজাখালী গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল থেকে বড়ঘোপ অমজাখালী গ্রামে বলী খেলা উপলক্ষ্যে গরুর লড়াই চলছিল। বড়ঘোপ মুরালিয়া গ্রামের বাসিন্দা আবু তাহের মিস্ত্রি বলী খেলায় গরুর লড়াইয়ে প্রতিযোগিতার জন্য তার পৈতিৃক নিবাস মহেশখালীর মাতারবাড়ি থেকে ভাতিজার ষাঁড় নিয়ে আসেন। খেলায় সকাল ১১টার দিকে ষাঁড়টি বিজয় লাভ করলে ঢোল বাদ্য বাজিয়ে বিভিন্ন এলাকা ঘুরে আলী আকবর ডেইল কুমিরাঘোনা ঘাটে তুলে দেন ষাঁড়। দুপুর ১টার দিকে স্থানীয় মুরালিয়া বাজারে হঠাৎ তিনি স্ট্রোকে আক্রান্ত হন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন। তার পিতার নাম জেবর মুল্লুক। বলী খেলা আয়োজক কমিটির পরিচালক আবুল কালাম বলেন, খেলায় আবু তাহের মিস্ত্রির ষাঁড়টি লড়াইয়ে প্রথম পুরস্কার লাভ করে। পুরস্কারের সাথে নগদ ৭ হাজার টাকাও দেয়া হয়। দুপুরে তার মৃত্যুর খবর পান তারা। তিনি মুরালিয়া গ্রামে শ্বশুর বাড়ির পাশে বাড়ি করে বসবাস করে আসছিলেন বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির ৩৬ জনের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার ৯
পরবর্তী নিবন্ধসম্মেলনের বছর পূর্ণ হচ্ছে আজ কমিটি না দেওয়ায় হতাশা