ল্যাপটপ পেয়ে খুশি চার শিক্ষার্থী

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৮:১৩ পূর্বাহ্ণ

ক্লাসরুমে নিয়মিত উপস্থিত থাকা, টিউটোরিয়াল-সেমিস্টার পরীক্ষায় ভালো ফলাফল আর সামাজিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সাফল্য ধরে রাখায় চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্যের কাছ থেকে ব্যক্তিগত উপহার হিসেবে ল্যাপটপ পেয়েছেন চার কৃতী শিক্ষার্থী। তারা হলেন, তিথি দত্ত (ইংরেজি), জান্নাতুল ফেরদৌস (এলএলবি), তাহমিনা আজিম (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) ও জোবায়ের তৌসিফ মাশফি (বিবিএ)। উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরীর পক্ষে গত ২১-২৩ সেপ্টেম্বর সিআইইউর চারটি স্কুলের (অনুষদ) ডিনবৃন্দ পৃথকভাবে মেধাবী শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিজনেস স্কুলের ডিন ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড এইচআরএমের বিভাগের প্রধান অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসার, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ড. আসিফ ইকবাল, স্কুল অব ল’র সহকারি ডিন মোহাম্মদ আকতারুল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, সিআইটিএসের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রমুখ। উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী ল্যাপটপগুলো শিক্ষার্থীদের পড়ালেখার গতি বৃদ্ধিতে সহায়ক হয়ে কাজ করবে উল্লেখ করে বলেন, তথ্যপ্রযুক্তি শিক্ষার মানোন্নয়নে ব্যাপক বৈপ্লবিক পরবির্তন এনেছে। ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পরিধি ক্লাস-রুমের বাইরে নানান স্তরে পৌঁছে দিচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে কৃষক দলের বীজ বিতরণ
পরবর্তী নিবন্ধলায়ন্স জেলা পিডিজি অনারারী কমিটির সভা