‘লো পেনকে মুক্তি দিন,’

ফরাসি নেত্রীর পাশে ট্রাম্প,ভ্যান্স ও মাস্ক

| শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১১:২৫ পূর্বাহ্ণ

তহবিল তছরুপের অভিযোগে ফ্রান্সের কট্টর ডানপন্থি নেত্রী মারিন লো পেনের কারাদণ্ড এবং ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ হওয়ার পর তাকে সমর্থন দিয়ে পাশে দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ধনকুবের ইলন মাস্ক। লো পেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তহবিলের অপব্যবহার করে দলের কর্মকর্তাদের বেতন দিয়েছেন। সোমবার আদালত তাকে দোষী সাব্যস্ত করে চার বছরের কারাদণ্ড ঘোষণা করেছে। এর মধ্যে দুই বছর লো পেনকে গৃহবন্দিত্বে কাটাতে হবে এবং দুই বছর সাজা স্থগিত থাকবে। সেই সঙ্গে তাকে এক লাখ ইউরো (,০৮,২০০ ডলার) জরিমানাও দিতে হবে এবং আগামী পাঁচ বছরের জন্য তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।আদালতের এই রায় আগামী বছরের মধ্যে না পাল্টালে লো পেন ফ্রান্সে অনুষ্ঠেয় ২০২৭ সালের নির্বাচনে অংশ নিতে পারবেন না। লো পেনের এই সাজায় এরই মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। নিজে যে সমস্ত মামলায় পড়েছিলেন সেগুলোকে বামপন্থি ‘উইচ হান্ট’ আখ্যা দিয়েছেন ট্রাম্প। ফ্রান্সের নেত্রী লো পেনের মামলার সঙ্গে নিজের পরিস্থিতির তুলনা টেনে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, মারিন লো পেনের বিরুদ্ধে উইচ হান্ট ইউরোপীয় বামদের আইনকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে বাক স্বাধীনতা এবং রাজনৈতিক বিরোধীদের দমনের একটি উদাহরণ। এটি সেই একই কৌশল যা আমার বিরুদ্ধেও প্রয়োগ করা হয়েছিল। খবর বিডিনিউজের।

ট্রাম্প তার প্রথম মেয়াদের প্রেসিডেন্সির পর পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়া, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হারের পর ফল উল্টে দেওয়ার চেষ্টা এবং গোপন নথি নিজ বাড়িতে রেখে দেওয়ার অভিযোগে মামলার মুখে পড়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপরীমনির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ
পরবর্তী নিবন্ধরাজ্যসভায়ও ওয়াকফ সংশোধনী বিল পাস, সুপ্রিম কোর্টে যাচ্ছে কংগ্রেস