লোহিত সাগরে দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করার দাবি করেছে ইরান–সমর্থিত ইয়েমেনের হুথিরা। গত শুক্রবার একটি টেলিভিশন বক্তৃতায় হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, বেশ কয়েকটি ড্রোন এবং ব্যালিস্টিক ও নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এলবেলা ও এএএল জিনোয়া জাহাজকে লক্ষ্যবস্তু করেছিল তারা। তবে তাদের এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে। তবে কোনদিন হামলা চালানো হয়েছিল তা নির্দিষ্ট করে বলেননি ইয়াহিয়া সারি। এদিকে, শুক্রবার লোহিত সাগরে এমন কোনও ঘটনার খবর পায়নি রয়টার্স। মাল্টা–পতাকাবাহী এলবেলা কন্টেইনার জাহাজের ব্যবস্থাপক ইস্টার্ন মেডিটেরেনিয়ান মেরিটাইম এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। সাইপ্রাস–পতাকাবাহী এএএল জেনোয়া কার্গো জাহাজের মালিক বা ব্যবস্থাপকের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স। পৃথকভাবে ইউএস সেন্ট্রাল কমান্ড শুক্রবার বলেছে, গত ২৪ ঘন্টার মধ্যে লোহিত সাগরের চারটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা। তবে এতে আঘাত বা ক্ষয়ক্ষতি কোনও হয়নি।