মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তাকে সহানুভূতি জানিয়ে ফেসবুকে পোস্ট করায় লোহাগাড়ায় তিনজন ও সাতকানিয়ায় এক ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। লোহাগাড়ায় অব্যাহতি প্রাপ্তরা হলেন উপজেলা ছাত্রলীগের সহ–সভাপতি গাজী আমজাদ, সহ–সভাপতি মো. তাউসিফ ও উপ–দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম। সাতকানিয়ায় অব্যাহতি প্রাপ্ত ছাত্রলীগ নেতা হলো সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. তারেক। তারেক জামায়াত নেতা সাঈদীর মৃত্যুর দিন তার নিজস্ব ফেসবুক আইডিতে লিখেন– ‘কোরআনের পাখি আর নাই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতবাসী করুন, আমীন।’
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহ–সভাপতি গাজী আমজাদ লিখেছেন– ‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। রাজনীতির বাইরে দলের বাইরে উনি আমার প্রিয় একজন ইসলামিক বক্তা, যার ওয়াজ শুনে আমরা বড় হয়েছি। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’ সহ–সভাপতি মো. তাউসিফ দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি পোস্ট করে লিখেছেন– ‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন’। এছাড়া উপ–দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুম লিখেছেন ‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। একজন মুসলিম হিসেবে আমাদের পবিত্র গ্রন্থ কোরআনের তাফসিরের কারণেই আপনাকে ভালোবাসতাম। মহান আল্লাহ আপনাকে বেহেস্তের সর্বোচ্চ আসনে আসীন করুন, আমিন।’
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ জানান, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। এই সংগঠনের নীতি আদর্শ ভুলে যাওয়া, নৈতিক অবক্ষয় হওয়া কারো স্থান হবে না। সম্প্রতি সময়ে নীতি আদর্শ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদেরকে ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী জানান, ছাত্রলীগ কোনো গতানুগতিক ছাত্র সংগঠন নয়। দলের আদর্শ ও নীতি বিরোধী কাউকে আমরা সংগঠনের পরিচয় দেওয়া সুযোগ দেব না। দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তারেককে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।