লোহাগাড়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। আসন্ন লোহাগাড়া উপজেলায় আমিরাবাদ, আধুনগর ও লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়া বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদের একান্ত সচিব ও সাতকানিয়া উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি এরফানুল করিম চৌধুরী। পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল চৌধুরী ও প্রচার সম্পাদক হামিদ হোসাইন মেহেদীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচএমএ গণি সম্রাট। বক্তব্য রাখেন লোহাগাড়া সদরের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুচ্ছাফা চৌধুরী, আধুনগরের নৌকার প্রার্থী নুরুল কবির। বক্তব্য রাখেন এসএম আবদুল জব্বার, ফজলে এলাহী আরজু, মহিউদ্দিন মহিন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নুরুল হক নুনু, মোহাম্মদ জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন বেলাল, আসম দিদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।