লোহাগাড়া থেকে চিম্বুকে তিন বন্ধু, বাইক খাদে পড়ে একজনের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ আগস্ট, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

লোহাগাড়া থেকে পাহাড়ে বেড়াতে গিয়ে বাইক খাদে পড়ে তিন বন্ধু হতাহতের ঘটনা ঘটেছে। এরমধ্যে একজনের মৃত্যু ও অন্য ২ জন গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে পার্বত্য বান্দরবানের চিম্বুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তুহিন দাশ (৩০) চট্টগ্রাম নগরীর মাঝির ঘাট এলাকার গোবিন্দ দাশের পুত্র। এছাড়া আহতরা হলেন একই এলাকার সুজিত দাশের পুত্র জয় দাশ (২৪) ও লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কালিবাড়ি এলাকার রতন দাশের পুত্র প্রমিত দাশ (২৩)

আহত প্রমিতের পিতা রতন দাশ জানান, গত সোমবার ছেলের দুই বন্ধু নগরীর মাঝির ঘাট এলাকা থেকে তার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যায়। অনুষ্ঠান শেষে তারা রাতে বাড়িতে ছিল। পরদিন সকালে তার ছেলেকে সাথে নিয়ে দুই বন্ধু একটি বাইক যোগে পার্বত্য বান্দরবানে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে চিম্বুক এলাকায় এক বাঁকে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় বিদেশি রিভালবার ও ইয়াবাসহ গ্রেপ্তার এক
পরবর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিডিএ’র দোয়া মাহফিল