চট্টগ্রামের লোহাগাড়ায় ফেন্সিডিল কাণ্ডে বিতর্কিত এসআই কামাল হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তাঁকে একটি অফিস আদেশে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ আগস্ট) গভীর রাতে উপজেলার চুনতি বাজার এলাকায় তিন সোর্সকে ফেন্সিডিলসহ আটক করে জনতা। পরে সেনাবাহিনী তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে থানায় কর্মরত এসআই কামালের সংশ্লিষ্টতার কথা উঠে আসে, ওই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনা জানাজানি হলে স্থানীয়রা এসআই কামালের প্রত্যাহারসহ শাস্তির দাবি জানায় এবং বিষয়টি কতৃপক্ষ তাৎক্ষণিক আমলে নিয়ে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন এসআই কামালের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআই কামাল হোসেনকে থানা থেকে প্রত্যাহারপূর্বক পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ফেনসিডিল কান্ডে আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং শুক্রবার সকালে তাদেরকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।












