চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে গত ২২ এপ্রিল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছিলেন এসআই কামাল হোসেন। লোহাগাড়ায় সোর্সকে দিয়ে ফেনসিডিল পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকেই প্রত্যাহার করা হয়েছে। গত শুক্রবার রাতে তাকে লোহাগাড়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান গণমাধ্যমকে বিষয়টি
নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি বাজার এলাকায় প্রাইভেটকারযোগে অর্ধশত বোতল ফেনসিডিল পাচারের সময় পুলিশের তিন সোর্সকে আটক করেন স্থানীয়রা। আটকরা হলেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের রমিজ উদ্দিন (৩৫), একই উপজেলার সদর ইউনিয়নের হোসেন আলী মাতব্বর বাড়ির নাজিম উদ্দিন (৪০) ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবের চর গ্রামের তাজুল ইসলাম (৪২)।
পরে ফেনসিডিলসহ তাদেরকে সেনা ক্যাম্পের একটি টিমের হাতে তুলে দেয়া হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আটক রমিজ উদ্দিন দাবি করেছিলেন, ফেনসিডিলের বোতলগুলো লোহাগাড়া থানার এসআই কামাল উদ্দিন তাদেরকে দিয়েছেন পার্শ্ববর্তী লামা উপজেলার আজিজ নগর এলাকায় নেওয়ার জন্য।