লোহাগাড়া ও সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ জন ব্যবসায়ীকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।লোহাগাড়া প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর বটতলী স্টেশনে অভিযান পরিচালনা করে ৮ দোকানিকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল– রোকেয়া এন্ড সন্স, এশিয়া ফুড এন্টারপ্রাইজ, বেনারসী শাড়িজ, মনে রেখ, মোহাম্মদীয়া শপিং, চমক শাড়িজ, রাজস্থান ও অনার ফ্যাশন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাহে রমজান ও ঈদ বাজার উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোক্তাদের হয়রানি রোধে কঠোরভাবে বাজার মনিটরিং করা হয়। এ সময় মুদি, কাপড় ও জুতার দোকানে অধিক মূল্যে পণ্য বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন না করা, ক্রেতাকে পণ্যের রশিদ না দেয়া, বিক্রিত পণ্যের রশিদ সংরক্ষণ না করা, পণ্যে ভিন্ন ব্রান্ডের ট্যাগ লাগানো, বিক্রিত পণ্যের বিধি মোতাবেক ভ্যাট জমা না দেয়াসহ বিভিন্ন অপরাধে ৮ দোকানিকে জরিমানা করা হয়েছে। এছাড়া অসংখ্য দোকানিকে লাইসেন্স করা, আইন অনুযায়ী পণ্য বিক্রি ও জনগণের সাথে ভালো ব্যবহারসহ হয়রানি না করার প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
সীতাকুণ্ড : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শীতলপুর বগুলা বাজার ও পৌরসদরের মোহন্তেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন। অভিযানকালে সড়ক দখলে রাখায় চার ব্যবসায়ীকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন বলেন, হাটে সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করায় মো. আবুল কালাম নামক এক ব্যবসায়িকে ১ হাজার টাকা, মো. সাগরকে ৫০০ টাকা, মো. খোরশেদ আলমকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এরপর সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর বগুলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে মহাসড়কের উপর ইট রেখে ব্যবসা পরিচালনা করেন ব্যবসায়ী মো. কামাল উদ্দিন। তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।