লোহাগাড়ায় ৮ মামলায় ৩ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৮:৩৭ অপরাহ্ণ

লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৮ মামলায় ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার ও শনিবার দিনগত গভীর রাতে উপজেলার বড়হাতিয়া, কলাউজান ও পুটিবিলা ইউনিয়নের এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

অভিযানে রাতের আঁধারে ফসলি জমির টপসয়েল কাটায় বড়হাতিয়ায় মোস্তাক আহমদকে ৭০ হাজার টাকা, কলাউজানে মো. বেলাল উদ্দিনকে ৫০ হাজার টাকা, আইয়ুব আলীকে ৫০ হাজার টাকা, পুটিবিলা ও কলাউজান ইউনিয়নে রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানোর অপরাধে মো. রায়হানকে ১০ হাজার টাকা, জাহেদুল ইসলামকে ২০ হাজার টাকা, বজলুর রহমানকে ২০ হাজার টাকা, রেজাউল আনোয়ারকে ৪০ হাজার টাকা ও মনছুর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, রাতের আঁধারে ফসলী জমির টপসয়েল কাটায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৩ মামলায় ১ লাখ ৭০ হাজার টাকা এবং রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালিয়ে সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদূর্ভোগ সৃষ্টি করার অপরাধে ৫ মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধখেলাচ্ছলে হামাগুড়ি দিয়ে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধদেশত্যাগ করতে পারবেন না মাহজাবীন-মুরাদসহ ৪ জন