লোহাগাড়ায় ৭৮ হাজার টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৩১ মে, ২০২৩ at ৮:৩৬ অপরাহ্ণ

লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৭৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীর পাড়ায় ও আজ বুধবার বিকেলে আধুনগর বাজারে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান।

জানা যায়, কৃষি জমির টপসয়েল কাটায় পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জিন্নাত আলী পাড়ার জাফর আহমদের পুত্র মো. রিয়াদকে ৬০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় আধুনগর বাজারের অনুপম ফার্মেসির মালিক কল্যাণ পালকে ১৫ হাজার টাকা ও সৌদিয়া ফার্মেসির মালিক ফরিদুল আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা। অভিযানে লোহাগাড়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

পূর্ববর্তী নিবন্ধকলা গাছের দোষটা কী ছিল!
পরবর্তী নিবন্ধ১৪ দলের সমাবেশে আওয়ামী লীগের দুই পক্ষে মারামারি