লোহাগাড়ায় ৭৬ হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ১০:২৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলা ও চুনতি ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে ৭৬ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। অভিযানে পুটিবিলার এম.চর হাট জিন মুহুরী পাড়ায় ২০ হাজার ঘনফুট, গৌড়স্থান নোয়া পাড়ায় ১৬ হাজার ঘনফুট ও চুনতির ঘোড়ার চর এলাকা থেকে ৪০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালুগুলো জব্দ করা হয়েছে। এছাড়া বালু উত্তোলন কাজে ব্যবহৃত পাইপ ও মেশিন নিস্ক্রিয় করে দেয়া হয়েছে। জব্দকৃত বালু নিলামে বিক্রি করা হবে। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবৃন্দাবনপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য নির্মিত পাকা ঘর উদ্বোধন
পরবর্তী নিবন্ধত্রিপিটক রিসার্চ সোসাইটির পালি শিক্ষার্থী সম্মাননা