লোহাগাড়ায় ৬ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:৩৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে ৬ হাজার ইয়াবাসহ হামিদ হোসেন (১৯) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হামিদ হোসেন কক্সবাজারের টেকনাফ থানার উনচিপ্রাং ২২নং ক্যাম্পের বি-৪নং ব্লকের আবুল কাশেমের পুত্র।
লোহাগাড়া থানার ভারগ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, যাত্রীবাহী গাড়িতে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার (গতকাল) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে গতকাল উপজেলার আধুনগরে অভিরঞ্জন বড়ুয়া (৩৩) নামে এক মাদককারবারীকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বেলা সাড়ে ১১টায় ইউনিয়নের মছদিয়া বড়ুয়া পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক অরুণ দাশগুপ্ত ছিলেন অপসংস্কৃতির বিরুদ্ধে আপসহীন
পরবর্তী নিবন্ধলামায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন