কাভার্ডভ্যানে সিএনজি স্টেশন

লোহাগাড়ায় ৬০১টি গ্যাস সিলিন্ডার জব্দ, গ্রেপ্তার ২

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় অবৈধভাবে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বসিয়ে ‘ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন’ গড়ে তোলা হয়েছে। খবর পেয়ে এ রকম ২টি ভ্রাম্যমাণ সিএনজি স্টেশনে অভিযান চালিয়েছে র‌্যাব-৭। অভিযানে গ্যাস সিলিন্ডার ভর্তি ৫টি কাভার্ডভ্যান ও ৬০১টি গ্যাস সিলিন্ডারে ৪ হাজার ৬শ কেজি তরল গ্যাস জব্দ করা হয়েছে। এ সময় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, লোহাগাড়া থানার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. এনামুল হক (২৩) ও সাতকানিয়া সদর ইউনিয়নের চিববাড়ি এলাকার মোজাফফর আহম্মেদ সিকদারের ছেলে লোকমান হোসেন (৩৮)। গত বুধবার বিকেলে সদর ইউনিয়নের কাজির পুকুর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরদিন গতকাল বৃহস্পতিবার র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তারা দীর্ঘদিন যাবত নিয়মবহির্ভূত ও ঝুঁকিপূর্ণভাবে বিশেষভাবে নির্মিত সিলিন্ডারযুক্ত কাভার্ডভ্যানের ভেতর তরল গ্যাস সংগ্রহ করে অবৈভাবে ভ্রাম্যমাণ রিফুয়েলিং স্টেশন স্থাপন করে। গ্যাস সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যান সিএনজিতে রূপান্তর কারখানা স্থাপন করে সিএনজি চালিত অটোরিকশায় বিক্রি করে আসছিল। অভিযানের সময় গ্রেপ্তারকৃতরা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া তাদের কাছে বিস্ফোরক অধিদপ্তরের কোন অনুমোদনও ছিল না। কাভার্ডভ্যানে সিলিন্ডার উঠানামা, খোলা ও সংযোজনের সময় বড় ধরণের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কাভার্ডভ্যানগুলোতে ছিল না অগ্নিনির্বাপক যন্ত্র, মানহীন সিলিন্ডারগুলোতে নেই কোন টেস্টিং ও রি-টেস্টিংয়ের ব্যবস্থা। গ্রেপ্তারকৃতদের ও জব্দ মালামাল সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়। গতকাল তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচলতি মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা
পরবর্তী নিবন্ধ‘বৃক্ষ’ সকল প্রাণীরই আশ্রয়স্থল