লোহাগাড়ায় ৫ গরু চোর আটক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ নভেম্বর, ২০২০ at ১০:৫৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ার চুনতিতে ২ কিশোরসহ ৫ গরু চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল সোমবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্থানীয় সংবাদকর্মীদের এ তথ্য জানান। গত রোববার বিকেলে ইউনিয়নের কুমুদিয়া পাড়া থেকে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় কালু সিকদার পাড়ার আবুল কাসেম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
আটককৃতরা হল উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর কালু সিকদার পাড়ার আজাদ (১৬), মৌলানা পাড়ার সাকিবুল ইসলাম (১৬), রহমানিয়া পাড়ার শওকত প্রকাশ বাবু (১৮), একই এলাকার মো. শাহজাহান (১৮) ও মো. রফিক ওরফে সোনা রফিক (৩৫)। পুলিশ জানায়, আটককৃতরা উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন থেকে গরু চুরি করে আসছিল। চুরি রোধকল্পে পাহারা জোরদার করে এলাকাবাসী। ঘটনারদিন আটককৃতদের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা। এক পর্যায়ে তারা গরু চুরির সাথে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, আটককৃতরা আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে তারা গরু চুরির সাথে সম্পৃক্ত আরো ৪ জনের নাম উল্লেখ করে। তাদেরও আটক করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। সোমবার দুপুরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকমিউনিস্ট পার্টির প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট হাসপাতালে সিসিইউ ইউনিট উদ্বোধন