লোহাগাড়ায় ৪৭ মামলায় সোয়া লাখ টাকা জরিমানা

নির্দেশনা অমান্য করে দোকান পরিচালনা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ এপ্রিল, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় স্বাস্থ্যবিধি না মানায় ৪৭টি মামলায় ১ হাজার ৩০ হাজার ৮০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দিনব্যাপী উপজেলা সদর বটতলী মোটর স্টেশন ও আধুনগর খাঁন হাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবিব জিতু, লকাউডান বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারবাহিকতায় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ও মাস্ক না পরায় ৪৭টি মামলায় ১ লাখ ৩০ হাজার ৮০ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান, লোহাগাড়া থানার এসআই ভক্ত দত্ত ও উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধবিজয়কেতনের খাদ্য সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধসিএমপির প্রতিটি থানায় প্রাণ বাঁচাতে অক্সিজেন ব্যাংক