স্বাস্থ্যবিধি মেনে লোহাগাড়ায় মোট ৪৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ রোববার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২০ এর আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
তিনি জানান, উপজেলার ৯ ইউনিয়নে ২১৬টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫ হাজার শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ক্যাম্পেইন চলাকালীন প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরো জানান, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। এছাড়া অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে। ক্যাম্পেইন চলাকালীন সকল শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।