লোহাগাড়ায় ৩ ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা–কর্মচারী ও থানা পুলিশের সদস্যরা। অভিযানে মেসার্স শাহপীর ব্রিকস ওয়ার্কসের (এসবিডব্লিইউ) মালিক গিয়াস উদ্দিনকে ৫০ হাজার টাকা, মেসার্স বি. কে. বি ব্রিকস ম্যানুফ্যাকচারারের (বিকেবি) মালিক আল মামুন জাহাঙ্গীরকে ১ লাখ টাকা ও মেসার্স শাহ আবদুল মান্নান ব্রিকস ম্যানুফ্যাকচারারের (এসএসবি) মালিক মো. শাহাবুদ্দিনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা লঙ্ঘন করায় ভাটাগুলোকে ২ লাখ ৫০ হাজার জরিমানা করা হয়েছে। ধার্য্যকৃত জরিমানা তাৎক্ষণিক পরিশোধ করেছেন ভাটাগুলোর কর্তৃপক্ষ। পরিবেশের ভারসাম্য রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।












