লোহাগাড়ায় ৩শ শতক জমির ধানের চারা নষ্ট করল দুর্বৃত্তরা

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আধুনগরে বিষাক্ত কীটনাশক ছিটিয়ে মো. ইলিয়াছ চৌধুরী নামে এক কৃষকের ৩শ শতক ধানের চারা নষ্ট করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে ইউনিয়নের রশিদের ঘোনা কুলপাগলী এলাকায় গিয়ে রোপণকৃত ক্ষতিগ্রস্ত ধানের চারা দেখতে পান তিনি। এ ঘটনায় একইদিন ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ করেছেন। ইলিয়াছ চুনতি ইউনিয়নের পশ্চিম চুনতি হাদুর পাহাড় এলাকার মো. আইয়ুবের ছেলে। ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, প্রায় ৬শ শতক জমিতে ধানের চারা রোপণ করেছি। গত রোববার দিনগত রাতের আঁধারে কে বা কারা তার রোপণকৃত ৩শ শতক জমির ধানের চারাতে বিষাক্ত কীটনাশক দিয়ে ও উপড়িয়ে নষ্ট করে ফেলেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্বৃত্তরা বাকী জমির ধানের চারাও নষ্ট করে দেয়ার আশঙ্কা প্রকাশ করছেন।

চুনতি পুলিশ ফাঁড়ির এসআই ফারুক আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জমিতে রোপণকৃত ধানের চারা নষ্ট করার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকাল সৃজামির তিন দিনের গণসঙ্গীত উৎসব শুরু
পরবর্তী নিবন্ধআনোয়ারায় অবৈধ বালু জব্দ করে নিলামে বিক্রি