লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও ১৫ লিটার চোলাইমদসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলা সদর ও চুনতী ইউনিয়নে পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল, ঢাকার ধামরাই শান্তিপুর এলাকার হায়েত আলীর পুত্র মনির হোসেন (৩৫), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার সরসাই এলাকার আবদুর রশিদের পুত্র রুবেল হোসেন (৩১) ও উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ মাস্টার পাড়ার কামাল উদ্দিনের পুত্র শাহাদাৎ হোসাইন ইরফান (৩০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের চুনতী ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মনির ও রুবেলের কাছে ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। অপরদিকে, উপজেলা সদরের আলুরঘাট রোডে অভিযান চালিয়ে ১৫ লিটার চোলাইমদসহ ইরফানকে গ্রেপ্তার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।