লোহাগাড়ায় ২৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ মার্চ, ২০২১ at ৮:৩০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫ হাজার ইয়াবাসহ ৩ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয় ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রাক।
গ্রেপ্তারকৃতরা হলেন, চকরিয়ার কাকার ২নং ওয়ার্ডের মাইছখাগড়া এলাকার মৃত মো. শফির পুত্র মো. ফজলুর করিম (৩১), টেকনাফের বাহারছড়া এলাকার আবদুস সালামের পুত্র মো. শফিকুল্লাহ (৩২) ও উখিয়ার কুতুপালং ক্যাম্পের মো. আবুল নছরের পুত্র মো. ওবায়দুল হক (২০)।
লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, যাত্রীবাহী বাসে তল্লাশি করে ফজলুর করিমের কাছ থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ট্রাকে তল্লাশি করে শফিকুল্লাহ ও ওবায়দুল হকের কাছে পাওয়া যায় ২০ হাজার ইয়াবা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনারীর উন্নয়ন ও ক্ষমতায়ন প্রেক্ষাপট বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেপ্তার