লোহাগাড়ায় ১৫ ব্যবসায়ীকে ৬৯ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৮:০৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পদুয়ায় দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ১৫ ব্যবসায়ীর কাছ থেকে ৬৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ইউনিয়নের তেওয়ারীহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাবিব জিতু জানান, পণ্যের মূল্য তালিকা না থাকা ১৫ মামলায় ৬৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচসিকের আরবান স্বাস্থ্যসেবা সারা দেশের মডেল হিসেবে কাজ করছে
পরবর্তী নিবন্ধসিআইইউতে বিতর্ক প্রতিযোগিতা