লোহাগাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করায় ১৪ জন কক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জানা যায়, গতকাল শনিবার পরীক্ষা চলাকালীন ২টি কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নিবাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। মোবাইল ফোনসহ দায়িত্ব পালন করায় দাখিল পরীক্ষাকেন্দ্র আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসায় ৭ জন ও এসএসসি পরীক্ষাকেন্দ্র দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ৭ জন কক্ষ পর্যবেক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, পরীক্ষাকেন্দ্রের কক্ষ পরিদের্শনে গিয়ে ১৪ জন পর্যবেক্ষকের কাছে মোবাইল ফোন পাওয়া যায়। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়। পরে কেন্দ্র সচিবরা তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। এছাড়া তারা চলতি সালের বাকি পরীক্ষাগুলো ও পরবর্তী সালের পরীক্ষার দায়িত্ব পালন করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ দায়িত্ব পালনের কোন সুযোগ নেই বলে জানান তিনি।