লোহাগাড়ায় ১৩ হাজার পিচ ইয়াবাসহ আটক ৩, বাস জব্দ

| মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ১২:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে ১৩ হাজার পিচ ইয়াবাসহ ত জন পাচারকারীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১ টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার পিচ ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয় এবং পাচার কাজে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়।

আটকৃতরা হলেন- ড্রাইভার জসিম উদ্দিন (৩৩), সে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কোট বাজার উখিয়া জালিয়াপালং ২ নং ওয়ার্ডের সওদাগর পাড়ার নুর আহম্মদের পুত্র, মোঃ করিম (৩৪), সে কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম লাহার পাড়ার মৃত আবু শমার পুত্র, মহিউদ্দিন (২৫), সে একই এলাকার মোঃ শাহীন আলমের পুত্র।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান’র নেতৃত্বে লোহাগাড়া থানা পুলিশের একটি বিশেষ টিম চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম গামী একটি হানিফ বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়, তাদের দেওয়া তথ্য মতে বাসে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, হানিফ বাসে করে ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করি, তাদের কাছ থেকে ১৩ হাজার পিচ ইয়াবা উদ্ধার করি, পাচার কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করি, আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়া শেষ আদালতে প্রেরন করা হবে। মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধনন্দনকাননে রেস্টুরেন্টে গোপন কক্ষ, ভোক্তার অভিযানে ধরা
পরবর্তী নিবন্ধহাটহাজারীর দুর্ঘটনা কবলিত সেই স্কুলটি পরিদর্শনে ইউএনও