লোহাগাড়ায় ১২৫০ জনের মাঝে জলিল-জাহান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

| বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

জলিলজাহান ফাউন্ডেশনের আয়োজনে গত ২ এপ্রিল লোহাগাড়া উপজেলায় এতিম ও সুবিধাবঞ্চিত শিশু, মাদরাসার শিক্ষক, খতিব, ঈমামমুয়াজ্জিন, পুরোহিত ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যেকেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য ও আমরা ক’জন মুজিব সেনার সহ সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেছেন, যাদের সম্পদ আছে পাহাড়সম আছে। আর যাদের নেই একবেলা খাওয়ার অর্থটুকুও নেই। ধনী গরীবের এই বৈষম্য কমানো সম্ভব নয়। তিনি দুস্থদের সাহায্যে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব লোহাগাড়াসাতকানিয়ার (ডুসালস) সার্বিক সহযোগিতায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, মো. ফরিদুল আলম, কামরুল রশীদ পারভেজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরজু, মিনহাজ উদ্দিন, নাজমুল কায়েস সিয়াম, আরিফুল ইসলাম, নারায়ণ, সাইফুল, নজরুল, শিহাব উদ্দিন। পরে প্রায় ১২৫০ জনের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ের অর্থনীতি পাল্টাতে কাজ করছে সরকার
পরবর্তী নিবন্ধসিআইইউতে ডিজিটাল মার্কেটিং বিষয়ে সেশন