আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ২৪ সেপ্টেম্বর উপজেলা হল রুমে সরকার প্রদত্ত ভক্তদের আহার্য্যের জন্য লোহাগাড়া উপজেলায় ১১২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে চালের ডিও বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. নাহীদ আহমেদ জাকির, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি দাশ (মিলন মেম্বার), সাধারণ সম্পাদক অধ্যাপক বাবলু শংকর নাথ, উপজেলা আইন–শৃঙ্খলা কমিটির সদস্য পলাশ দাশ, শিক্ষক সুমন মজুমদার হিরো, পূজা উদযাপন পরিষদের সহ–সাংগঠনিক সম্পাদক সাংবাদিক খোকন সুশীল, সদস্য রনজিত দাশ নটু সহ উপজেলার ১১২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।