লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:৪১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ আবু মুসা তালুকদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু মুসা তালুকদার খুলনার দৌলতপুর থানার পাবলা এলাকার মৃত হান্নান তালুকদারের পুত্র। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, যাত্রীবাহী বাসে তল্লাশি করে তার ইয়াবাগুলো পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা ও জীবনমান উন্নয়নে গবেষণায় জোর দিতে হবে
পরবর্তী নিবন্ধইউনিয়ন ব্যাংকের কদমতলী শাখা উদ্বোধন