লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৭:০১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ১০ হাজার ইয়াবাসহ মো. আবু তাহের (২৭) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত ট্রাক। গ্রেপ্তার আবু তাহের নোয়াখালীর হাতিয়া থানার ভূঁইয়ার বাজার এলাকার মৃত মো. রফিকের পুত্র। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, চট্টগ্রামমুখী ট্রাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। গতকাল শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউপকূলীয় অঞ্চলে নৌ বাহিনীর মানবিক সহায়তা
পরবর্তী নিবন্ধকরোনায় আ. লীগ ছাড়া অন্যকোন দল মানুষের পাশে দাঁড়ায়নি