লোহাগাড়ার আধুনগর পালপাড়া সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল বুধবার সকালে আধুনগর বাজারে ইউনিয়নের সর্বস্তরের সচেতন জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক মুহাম্মদ নুরুচ্ছাফা, ইউপি সদস্য আবদুল মান্নান, ইউপি সদস্য রাশেদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাবেকলীগের সভাপতি রিদওয়ানুল হক রুবেল প্রমুখ। মানববন্ধনে এলাকার প্রায় ৩ শতাধিক লোক অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, একটি মহল দীর্ঘদিন ধরে আধুনগর পাল পাড়া সড়কের দুপাশে সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে। এতে আধুনগর বাজার হতে পালপাড়া, নুর মুহাম্মদ সিকদার পাড়া, লহিবর পাড়া, কাজির পাড়া, পেঠানের পাড়া, জান মুহাম্মদ সিকদার পাড়া হয়ে হাজি রাস্তা পর্যন্ত সড়কের প্রশস্তকরণ ও উন্নয়নকাজে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। উক্ত সড়ক একাধিকবার টেন্ডার হলেও উন্নয়নকাজে বাধা দেয়ায় ঠিকাদার কাজ না করে চলে গেছে। সড়কটি সরু হওয়ায় মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেয়ার জন্য এ্যাম্বুলেন্স ও অগ্নিকাণ্ডের ঘটনায় জরুরি ভিত্তিতে ফায়ার সার্ভিসের গাড়িও যেতে পারে না। ফলে ওইসব এলাকার লোকজন প্রতিনিয়ত আতংকের মধ্যে বসবাস করছেন। এছাড়া নির্মিতব্য দোহাজারী–কক্সবাজার রেললাইনের লোহাগাড়া স্টেশনে যাওয়া–আসা করতেও যাত্রীদের উক্ত সড়ক ব্যবহার করতে হবে। অনতিবিলম্বে অবহেলিত গুরুত্বপূর্ণ পালপাড়া সড়কের দুপাশে সরকারি খাস জায়গায় নির্মিত অবৈধ স্থাপনসমূহ উচ্ছেদ এবং সড়ক প্রশস্তকরণ ও উন্নয়কাজে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।












