লোহাগাড়ায় সড়কে আহতের ৭ দিন পর কিশোরের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ জুন, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার সাত দিন পর নাবিলুর ইসলাম রাবিব (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাবিব লোহাগাড়া সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভিল্যা পাড়ার সিরাজুল ইসলামের পুত্র।

নিহতের ভাই মো. রোস্তম জানায়, গত শুক্রবার ব্যাটারিচালিত রিক্সাযোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে উপজেলা সদর বটতলী স্টেশনে যাওয়ার পথে পুরাতন থানা গেইট এলাকায় বিপরীতমুখি এম. আর ট্রাভেলসের যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তার ভাই রাবিব। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একইদিন সন্ধ্যায় নামাজে জানাজা শেষে নিহত রাবিবকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া থানার ওসি বদলি
পরবর্তী নিবন্ধপটিয়ার লাখেরায় ধুতাঙ্গ সাধক ধর্ম রত্ন থের