লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি মালবাহী ট্রাক। গতকাল রোববার সকাল ৬টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ের উপজেলা পদুয়া নয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয় প্রত্যক্ষদর্শী এনামুল হক জানান, চট্টগ্রাম শহর থেকে মুদির দোকানের মালামাল নিয়ে চকরিয়া যাচ্ছিল ট্রাকটি। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকটি উল্টে মহাসড়কের পাশে খোলা জায়গায় পড়ে যায়। দুর্ঘটনার পরপরই চালক–হেলপাল ঘটনাস্থল ত্যাগ করায় তাদের নাম–ঠিকানা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিন আরফাত জানান, দুর্ঘটনার ব্যাপারে তাদেরকে কেউ অবগত করেনি। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।












