লোহাগাড়ায় স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার পরিদর্শনে সিভিল সার্জন

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ অক্টোবর, ২০২৫ at ৭:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো রোগী যেন সেবা বঞ্চিত না হয়, সেদিকে চিকিৎসকদের বিশেষ খেয়াল রাখতে হবে। সরকারি স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে সবার দায়িত্বশীল হওয়া জরুরি। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য চিকিৎসকদের দায়িত্বশীল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গতকাল বুধবার দুপুরে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টারের চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

পরিদর্শনকালে সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইকবাল হোসাইন, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদেকুল আলম, ট্রমা সেন্টারের মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ আল মামুন ও মেডিকেল টেকনোলোজিস্ট মোহাম্মদ আলী প্রমুখ।

এ সময় সিভিল সার্জন উপজেলা ট্রমা সেন্টার ও স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন। এছাড়া মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসদের নির্দেশনাও প্রদান করেন সিভিল সার্জন।

পূর্ববর্তী নিবন্ধসঞ্চারী সংগীত নন্দন একাডেমির ‘গানের আসর’
পরবর্তী নিবন্ধজেএসইউএসের বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা