লোহাগাড়ায় স্বাস্থ্যবধি অমান্য করে মাস্ক না পরায় ২৪ জনকে ৭ হাজার ৮৪০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার উপজেলা সদর বটতলী মোটর স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী। তিনি জানান, স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় সংক্রমণ ও রোগ নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ২৪ ধারায় ২৪ জনকে জরিমানা করা হয়েছে। করোনার মহামারি থেকে রক্ষা পেতে সরকারের নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহায়তা করেন লোহাগাড়া থানার এসআই দেলোয়ার হোসেন ও উপজেলা ভূমি অফিসের সমির চৌধুরী।